খাম খেয়ালি মনটা আমার
গল্প কোনো নেইতো বলার।
গল্প কি আর মনে রাখার?
মনের সাথে মিশিয়ে আমি
গল্পকে দেই উড়িয়ে আবার।
গল্প বলি একটা শুনো।
মন্দ ভালো নয়কো কোনো।
যার কারণে হলাম বুনো।
ঘরেই থাকি যাইনা কোথাও
ভালো নয় কি ঘরকুনো?
বসন্তের স্নিগ্ধ বাতাসে
সে আমার চোখে আসে।
মন তার প্রেমে ফাঁসে।
কী ভুলটাই না ছিল আমার
ছিল কত সর্বনাশে।
আমরা কি ভেবেছিলাম হারাবো?
আমরা কি ভেবেছিলাম দূরে যাবো?
আমরা ভাবিনি এমন দুঃখ পাবো।
দোষ আমাদের কি ছিল কোনো?
বিধিইতো বলেছে, তোদের ঝলসাবো।
অতঃপর আমরা ভালোবেসে ছিলাম!
আমরা খোঁজিনি কোনো ডানবাম।
এখনো বাসিভালো অতীতেও বাসতাম।
কিন্তু আর পাওয়ার কোনো জোনেই
হতভাগা হয়ে গেছে আমাদের নাম।
মাঝখানে অনেক গুলো বছর কেটে গেছে।
আমরা অনিচ্ছায় নিয়েছিলাম দুপথ বেঁছে।
তার সাথে আমার দেখা হয়নি হাজার যেচে।
আমাদের ভালোবাসা মরুভূমিতে চাপা পড়েছে।
জোর করে ফেলে দেওয়া হয়েছে প্রেমের জল সেচে।
আমার সেই করুণ কাহিনি খুলে বলি সবিস্তারে।
আমি ভালোবেসে ছিলাম ভীষণ তারে।
কিন্তু ভালোবাসাতো জঘন্য কাজ এই জগৎ-সংসারে।
তাই আমারও আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি।
ভালোবাসা পরিণত হয়েছে আজ চুর মারে।
আমাদের ভুলছিল শুধু ভালোবাসা।
আর কোনো ভুল করিনা আশা।
ভালোবাসা ভুল, ভুল সব প্রত্যাশা।
ভালোবাসা ঘৃণ্য কাজ নয় সব সময়।
ভুল সব সময় ভালোবাসা নাশা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী
সুনিপুণ শব্দের কারুকাজে
ছন্দের অনুপম ভাজে ভাজে
অনদব্য করেছেন প্রকাশ
মুগ্ধতা রেখে গেলাম-
শুভকামনা আপনার জন্যে-
সর্ববিশ্বে আপনার হোক বিকাশ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
খাম খেয়ালি মনটা আমার
গল্প কোনো নেইতো বলার।
গল্প কি আর মনে রাখার?
২৬ জানুয়ারী - ২০২২
গল্প/কবিতা:
২৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।